আওয়ামী লীগের ইশতেহারে প্রাধান্য পাবে স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি

|

ডিজিটাল বাংলাদেশের স্বপ্নযাত্রার পর উন্নয়ন ধারাবাহিকতায় এবার স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি নিয়ে আসছে আওয়ামী লীগের ইশতেহার। টেকসই উন্নয়ন ও স্মার্ট জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে, নির্বাচনী নানা প্রতিশ্রুতি দেবে আওয়ামী লীগ। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি রোধের অঙ্গীকারও থাকছে ইশতেহারে। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের পাশাপাশি থাকবে তরুণ প্রজন্মকে স্বনির্ভর করার পরিকল্পনাও।

টানা তিন মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। দেশের প্রাচীন রাজনৈতিক দলটির যাত্রা এবার স্মার্ট বাংলাদেশ গড়ার। টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকতে প্রযুক্তি নির্ভর দেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে আসছে দলটি। থাকছে নতুন অবকাঠামো নির্মাণ ও তরুণদের স্বনির্ভর করার পরিকল্পনা।

দলটির ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ড.আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের ১৭ কোটি জনগণের ৩০ ভাগ ১৫-২৯ বছর বয়সের। অর্থাৎ প্রায় ২ কোটির বেশি এর পরিমাণ। এই শিক্ষিত যুবকেরা দেশের সম্পদ। এই সম্পদকে আমরা ব্যবহার করতে চাই। তদের বিভিন্ন কাজে সম্পৃক্ত করতে চাই।

২০৪১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনায় থাকছে বিদেশি নির্ভরতা কমানোর লক্ষ্য। জিডিপি অর্জনের লক্ষ্যমাত্রা থাকছে আট ভাগের উপরে। যোগাযোগ খাতের উন্নয়নে বুলেট ট্রেনের পাশাপাশি মেট্রোরেল নেটওয়ার্ক বৃদ্ধির প্রতিশ্রুতিও থাকবে ইশতেহারে। সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকারের পাশাপাশি থাকছে দুর্নীতি প্রতিরোধে দৃঢ় ঘোষণা।

তিনি বলেন, সামষ্টিক অর্থনীতি হলো দারিদ্রের হাত কমিয়ে নিয়ে আসা। বিদেশে যারা টাকা পাচার করেছে, সে বিষয়ে তো ইসতেশারে থাকবে।

ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত বলেন, আগে তো রাস্তাঘাটই ছিল না। যেভাবে কমিউনিকেশন ডেভেলপমেন্ট হয়েছে, পাওয়ার সিস্টেম গড়ে উঠছে। ভিত্তি স্থাপন করা হয়ে গেছে। এবার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।

কৃষি ও শিল্প খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে থাকবে বিশেষ পরিকল্পনা। বিদ্যুৎ খাতকে আরও উন্নত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী বাস্তবতায় গড়ে তুলতে চায় আওয়ামী লীগ।

এছাড়াও টানা চতুর্থবার ক্ষমতায় থাকতে ভোটের লড়াইয়ে এবার আওয়ামী লীগের ইশতেহারে আরো চমক থাকছে বলে জানিয়েছে ইশতেহার প্রণয়ন কমিটি। এরইমধ্যে ইশতেহারের খুঁটিনাটি সংশোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply