নুর শামস শরণার্থী শিবির বিপর্যস্ত, ছবিতে দেখুন ইসরায়েলি বাহিনীর বর্বরতা

|

প্রিয় সন্তানকে শেষবারের মতন বুকের নিয়ে আলিঙ্গন করছেন একজন ফিলিস্তিনি মা। ছবি: আনাদুলু এজেন্সি।

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমে শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালিয়েছে আইডিএফ বাহিনী। এ হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচ ফিলিস্তিনি। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে অধিকৃত পশ্চিম তীরে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা স্থানীয় গণমাধ্যম ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং তুলকারেমে বড় আকারের সামরিক অভিযানে আহত হয়েছেন আরও কয়েকজন।

ওয়াফা রিপোর্টে আরও বলা হয়, জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সকে ক্যাম্পে পৌঁছাতে বাধা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। অভিযানে একজন প্যারামেডিককে গ্রেফতার করে সেনারা।

নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক অভিযানের সময় ধোঁয়া উড়ছে। ছবি: আল জাজিরা।
ইসরায়েলি অভিযানের পর কিছু ফিলিস্তিনি নূর শামস শরণার্থী শিবিরের একটি ভবনে আশ্রয় নেয়। ছবি: আল জাজিরা।
নূর শামস শরণার্থী শিবিরে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের একজন কর্মী। ছবি: আল জাজিরা।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হামলার সময় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। এখনও আতঙ্কে রয়েছে শরণার্থী শিবিরের মানুষজন। ছবি: আল জাজিরা।
নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক অভিযানের সময় নিহত স্বামীর মৃতদেহের পাশে বসে আছেন স্ত্রী ও সন্তান। ছবি: আল জাজিরা।
ইসরায়েলি অভিযানে একজন ফিলিস্তিনি যেখানে মারা যায়, ঠিক সেখানে রক্তের দাগ দেখছে একটি শিশু। ছবি: আল জাজিরা।
শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের পর নিহত ফিলিস্তিনিদের তুলকারেমের একটি মর্গে রাখা হচ্ছে। ছবি: আল জাজিরা।
নূর শামস ক্যাম্পের রাস্তায় টহল দিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। ছবি: আল জাজিরা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply