ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমে শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালিয়েছে আইডিএফ বাহিনী। এ হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচ ফিলিস্তিনি। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে অধিকৃত পশ্চিম তীরে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইসরায়েলি সেনারা।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা স্থানীয় গণমাধ্যম ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং তুলকারেমে বড় আকারের সামরিক অভিযানে আহত হয়েছেন আরও কয়েকজন।
ওয়াফা রিপোর্টে আরও বলা হয়, জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সকে ক্যাম্পে পৌঁছাতে বাধা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। অভিযানে একজন প্যারামেডিককে গ্রেফতার করে সেনারা।
Leave a reply