কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন কমিটির সভায় এ হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারি।
তিনি বলেন, দুর্গা পূজা কেন্দ্র করে একটি গোষ্ঠি সম্প্রীতি বিনষ্টে অপচেষ্টা করে থাকে। এব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান আইজিপি। সারা দেশে নিরাপদে ও নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে মন্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
সভায় র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও পূজা উদযাপন পরিষদের নেতারা বক্তব্য রাখেন। এবার সারা দেশে প্রায় ৩০ হাজার মণ্ডপে দুর্গা পূজা উদযাপিত হবে।
Leave a reply