টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়া

|

বন্যার কারণে ভেঙ্গে গিয়েছে মহাসড়ক। ছবি: আনাদুলু এজেন্সি।

টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চল। দুর্যোগে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে একাধিক পর্যটন নগরী। বাতিল হয়েছে অঞ্চলটির সব ফ্লাইট। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত দু’দিনে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে কুইন্সল্যান্ডে। ডুবে গেছে রাস্তাঘাট ও সেতু। বন্যায় তলিয়ে গেছে অনেক বাড়িঘর। পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকার কারণে বাড়ির ছাদে আশ্রয় নেয় অনেকে। রাজ্যটির কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও খোলা হয়েছে বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র।
এদিকে বন্যায় সবচেয়ে বিপর্যস্ত কেইনস। দেড় লাখ মানুষের শহরটিতে সোমবার সকাল পর্যন্ত ৪০ ঘণ্টায় ৬শ’ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ভয়াবহ বন্যা সতর্কতা জারি হয়েছে বিশাল এলাকা জুড়ে।

আবহাওয়াবিদদের শঙ্কা, পানির স্তরের উচ্চতা ছাড়িয়ে যেতে পারে ১৯৭৭ সালের রেকর্ড। গত সপ্তাহে কুইনসল্যান্ডে আঘাত হানে ট্রপিক্যাল সাইক্লোন জেসপার।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply