১২ ঘণ্টার ব্যবধানে আবার ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

|

ক্ষেপণাস্ত্র ছুঁড়ার মুহূর্ত টেলিভিশনে সরাসরি সম্প্রচার করছে উত্তর কোরিয়া। ছবি: আল জাজিরা।

১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া। এমন তথ্য জানিয়েছে প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে রাজধানী পিয়ংইয়ংয়ের কাছের একটি এলাকা থেকে পূর্ব উপকূলের দিকে ছোঁড়া হয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি। এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম বলে নিশ্চিত করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

৭৩ মিনিট ধরে প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় সেটি। জাপান সাগরে গিয়ে পড়ে ক্ষেপণাস্ত্রটি। এটি জাপানের অন্যতম অর্থনৈতিক অঞ্চল। সর্বোচ্চ ৬ হাজার কিলোমিটার উচ্চতায় উঠেছে মিসাইলটি।

সিউল জানিয়েছে, ১৫ হাজার কিলোমিটারের বেশি দূরত্ব পাড়ি দিতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারবে সেটি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply