মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হামহাম জলপ্রপাতে গোসল করতে নেমে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থী মারা গেছেন।
পুলিশ জানায়, আজ সকালে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাত সদস্যের একটি দল কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবস্থিত হামহাম জলপ্রপাতে বেড়াতে যান। ঘোরাঘুরির এক পর্যায়ে তারা জলপ্রপাতের পানিতে গোসল করতে নামেন। এ সময়ে রেজাউল করিম (২১) নামে এক শিক্ষার্থী ডুবে যায়। সাঁতার না জানায় সে আর উঠতে পারেনি। পরে সহপাঠী ও স্থানীয় পথ প্রদর্শকরা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক রেজাকে মৃত ঘোষণা করেন। এরপর লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ সদস্যবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সাঁতার না জানায় পানিতে ডুবে রেজার মৃত্যু হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। রেজা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নগরপাড় এলাকার খোরশেদ আলমের ছেলে।
Leave a reply