নির্বাচনে আসলে আইনের মাধ্যমে গ্রেফতারকৃত বিএনপি নেতাদের ছাড়া সম্ভব হতো: কৃষিমন্ত্রী

|

নির্বাচনে আসলে আইনের মাধ্যমে জামিন দিয়ে বিএনপি নেতাদের ছাড়ার উদ্যোগ নেয়া সম্ভব হতো বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেন, খুনের আসামিও জামিন পায়। বঙ্গবন্ধুও আগারতলা মামলা থেকে একদিনে ছাড়া পেয়েছিলেন।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ আন্তরিকভাবে চেয়েছে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু করা সম্ভব ছিল।

বিএনপি নেতাদের গ্রেফতার করতে বাধ্য হয়েছে সরকার এমন মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, যারা সন্ত্রাস করছে, সন্ত্রাসের পরিকল্পনা করছে এবং নেতৃত্ব দিচ্ছে, সরকার তাদের গ্রেফতার করতে বাধ্য হয়েছে। আমরা তাদের সাথে বার বার সংলাপ করতে চেয়েছি।

বিএনপি নির্বাচনে না আসায় প্রধানমন্ত্রীর মনেও কষ্ট আছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘১৪ নির্বাচনের সময় বেগম খালেদা জিয়ার সাথে ফোনে ৩৭ মিনিট কথা বলেছিলেন শেখ হাসিনা। তাকে নির্বাচনে আনার চেষ্টা করেছিলেন। কিন্তু বেগম জিয়া নির্বাচনে আসেননি, তিনি সন্ত্রাসের দিকেই গিয়েছেন। এবারও কোনো আলোচনার তোয়াক্কা না করে সন্ত্রাসকেই বেছে নিয়েছে বিএনপি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply