ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বের সাথে চলছে রাশিয়ার সবচেয়ে বড় বিবাদ। সংঘাত শুরুর পর থেকেই তা তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে, এমন শঙ্কা আছে পশ্চিমা নেতাদের। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিন, রাশিয়াকে কোনোভাবেই যুদ্ধে জয়ী হতে দেয়া যাবে না। তাহলে ন্যাটো জোটের কোনো সদস্যদেশ পরিণত হবে মস্কোর পরবর্তী টার্গেটে। খবর আল জাজিরার।
রোববার (১৭ ডিসেম্বর) রুশ প্রেসিডেন্টের তরফ থেকে এসেছে এ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ন্যাটোভুক্ত দেশে হামলার ধোঁয়া তুলে নিজস্ব নীতি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বাইডেন যে নির্বোধের মতো মন্তব্য করছেন, সেটা মার্কিন প্রেসিডেন্টেরও অজানা নয়। রাশিয়া সম্পর্কে ভুল নীতি পোষণ করে আসছে পশ্চিমা শক্তি। সেটাকে বৈধতা দিতেই বাইডেনের এ মন্তব্য। ন্যাটোভুক্ত কোন দেশে হামলার প্রশ্নই ওঠে না বলে জানান পুতিন।
এর আগে, দলীয় সভায় দেয়া ভাষণে পুতিন সতর্ক করেন, সার্বভৌমত্ব রক্ষার বিকল্প নেই। নতুবা ধ্বংস হবে রাশিয়া। আমরা অন্য কোনো দেশের স্বার্থের জন্য নিজের সার্বভৌমত্বকে ত্যাগ করতে পারবো না। মনে রাখবেন, যদি এই দেশ তার সার্বভৌমত্ব হারায়, তাহলে রাশিয়ার কোনো অস্তিত্বই থাকবে না।
নির্বাচনকে সামনে রেখে শত্রুরা রাশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সভায় এমন সতর্কবার্তাও দেন রাশিয়ার প্রেসিডেন্ট।
/এএম
Leave a reply