ঢাকা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলামকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর আগেও, একই আসন থেকে নির্বাচনে অংশ নেন সালমা ইসলাম।
২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন। এবারও দোহার-নবাবগঞ্জ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালমা ইসলাম।
প্রতীক নিতে আসা তার সমর্থকরা বলেন, এলাকার উন্নয়নে যথেষ্ট অবদান রেখেছেন তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সালমা ইসলামের সমর্থকরা। নিজ আসন (দোহার-নবাবগঞ্জ) থেকেই অ্যাডভোকেট সালমা ইসলাম শুরু করবেন আনুষ্ঠানিক প্রচারণা।
জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ঢাকা-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জনাব সালমা ইসলামকে তাদের দলীয় প্রতীক লাঙ্গল বরাদ্দ করা হলো। এদিন ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-১ আসনের সাতজন বৈধ প্রার্থীকেও প্রতীক বরাদ্দ দেয়া হয়।
/এএম
Leave a reply