নাটোরের গুরুদাসপুরে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধ গৃহবধূর নাম রেবেকা খাতুন। অপরদিকে, অভিযুক্তের নাম মেহেদী হাসান।
রেবেকার স্বজনরা জানান, পারিবাহিক কলহের জেরে মাঝেমধ্যেই স্ত্রীকে মারধর করতো মেহেদী। শুক্রবার তাদের মধ্যে ঝগড়া হয়। ওইদিন মেহেদী তাকে সিগারেটের ছ্যাকা দেয়। পরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা চিৎকার শুনে রেবেকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
স্বজনরা আরও জানান, রাজশাহী মেডিকেলে দু’দিন চিকিৎসা শেষে তাকে শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর থেকেই স্বামী মেহেদী হাসান পলাতক রয়েছে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন।
/এনকে
Leave a reply