টাইগার যুবাদের সংবর্ধনা দিলো বিসিবি

|

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতে সোমবার (১৮ ডিসেম্বর) দেশে ফিরেছে টাইগার যুবারা। দেশে ফিরেই বিরোচিত সংবর্ধনা পেল আশিকুর রহমান শিবলি-আরিফুল ইসলামরা। সোমবার মিরপুর শেরে বাংলায় জুনিয়র টাইগারদের সংবর্ধনা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে, সোমবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছায় সংযুক্ত আবর আমিরাতে বিজয়ের পতাকা উড়ানো টাইগার যুবারা। বিমানবন্দরে পা রাখার পর বিশ্বকাপজয়ী দলের সদস্যরা যান মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে। সেখানে এশিয়া কাপ জয়ী দলের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিবি। আগামীকালও ব্যস্ত সময় পার করতে হবে মাহফুজুর রহমান রাব্বি-মারুফ মৃধাদের। বিসিবির পক্ষ থেকে যে তাদের জন্য অভ্যর্থনার আয়োজন করা হচ্ছে। যদিও অভ্যর্থনায় ঠিক কী কী আয়োজন থাকছে, সেটা এখনো চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, এবারের যুব এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জিতে বাংলাদেশ। এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশ দলটি ছিল অপ্রতিরোধ্য, অনন্য ও অসাধারণ। ব্যাটে-বলে দারুণ লড়াই করে লাল সবুজের প্রতিনিধিরা জিতে নেয় শ্রেষ্ঠত্বের মুকুট।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply