সিন্ডিকেট বলে কিছু নেই, কৃত্রিম সংকট থাকতে পারে: এফবিসিসিআই সভাপতি

|

রমজান কাছাকাছি এলেই কপালে চিন্তার ভাঁজ গভীর হয় নাগরিকের। কেননা, এই মাসে বাজারে কোনো না কোনো পণ্য নিয়ে ভোগান্তি হয়। দামে সংযমের চেয়ে মুনাফার দিকে বেশি নজর থাকে ব্যবসায়ীদের। এবার মূল্যস্ফীতি ও ডলার সংকট সেই দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।

যদিও প্রতিবার রোজার ২ থেকে ৩ মাস আগে বিভিন্ন পক্ষের সাথে মতবিনিময় করে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এবারও তার ব্যতিক্রম না। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রোজার মাসের বাজার প্রস্তুতি নিয়ে রাজধানীতে মতবিনিময় সভা করে সংগঠনটি।

এ সময় নানা সংকটের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। দাম স্থিতিশীল রাখতে সহজে আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা। তাদের দাবি, সিন্ডিকেট নয় পণ্যের দাম বাড়িয়েছে ডলার সংকট।

অপরদিকে, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম জানান, মুক্তবাজার অর্থনীতিতে সিন্ডিকেট বলে কিছু নেই। তবে কৃত্রিম সংকট থাকতে পারে। তার সংগঠন ১ শতাংশ অসাধু ব্যবসায়ীর দায় নেবে।

ভোক্তা অধিকারের কর্মকর্তারাও এ সময় নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। জানান, কোনো ব্যবসায়ীই সুযোগ নিচ্ছে না, সেটি ভাবলে ভুল হবে।

এফবিসিসিআই সভাপতি বলেছেন, পণ্য গোডাউনে রাখা নিয়ে আতঙ্ক বিরাজ করছে। অথচ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই।

রমজানে বাজার স্থিতিশীল রাখতে এখন থেকেই আগাম কিছু পণ্য সরকারিভাবে আমদানির পরামর্শও দিয়েছেন ব্যবসায়ীরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply