মুন্সিগঞ্জে ট্রলার ডুবি: নিখোঁজ দুই জনের মরদেহ উদ্ধার

|

মুন্সিগঞ্জ করেসপনডেন্ট:

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে দুর্ঘটনাস্থলের কাছেই নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ (৬০) ও রাজধানীর ধানমন্ডি এলাকার লতিফুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (৩৫)। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদরের চর আবদুল্লা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাসনাত জামান বলেন, সকালে ওই দুই ব্যক্তির মরদেহ ভেসে ওঠলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরবর্তীতে, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে নৌ পুলিশ। স্বজনদের কাছে কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল সংলগ্ন নদীতে বাল্কহেডের ধাক্কায় অন্তত ৪০ যাত্রী নিয়ে ডুবে যায় একটি পারাপারের ট্রলার। দুর্ঘটনার পর অধিকাংশরা সাঁতরে উঠতে পারলেও ঘটনাস্থল থেকে ফাইজা (৬) ও শিফা (১৫) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, দুর্ঘটনার পর জব্দ করা হয়েছে বাল্কহেড। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply