আমিরের মৃত্যুতে শোক জানাতে কুয়েত পৌঁছেছেন বিশ্ব নেতাদের প্রতিনিধিরা

|

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ’র মৃত্যুতে শোক জানাতে উপসাগরীয় দেশটিতে পৌঁছেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব ও কাতারসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা কুয়েতের আমিরের শেষকৃত্যে অংশ নেবেন। খবর আল জাজিরার।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে শোক জানাতে কুয়েত যান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সাক্ষাৎ করেন বর্তমান আমির শেখ মিশাল আল আহমাদ আল সাবাহ’র সাথে। এদিন শেখ মিশালের সাথে দেখা করে শোক জানান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

যুক্তরাজ্যের রাজা চার্লসের পক্ষে উপস্থিত হন প্রিন্স উইলিয়াম। সঙ্গে আছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন। শোক জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

গত শনিবার মারা যান কুয়েতের আমির শেখ নাওয়াফ। তার মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। রোববার নিকটাত্মীয়দের উপস্থিতিতে তার জানাজা ও দাফন হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply