চট্টগ্রামের লালখান বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহত যুবক মো দিদার হোসেন ছাত্রলীগ কর্মী বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় যুবলীগ নেতা মাসুম গ্রুপের সদস্য দিদার হোসেনকে লালখান বাজার এলাকায় কয়েকজন ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে স্থানীয়রা মো: সালাউদ্দিন নামে এক হামলাকারীকে গণপিটুনি দেয়। গুরতর আহত অবস্থায় দুই জনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দিদারকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ওয়ার্ড যুবলীগ নেতা দিদারুল আলম মাসুমের সাথে আবুল হাসনাত বেলালের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গেল এক বছরে বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায় এ দুটি গ্রুপ।
Leave a reply