রুহুল আমিন বাবু:
অবহেলায় পড়ে আছে দেশের প্রথম কুষ্টিয়ার জগতি রেল স্টেশন। উন্নয়নের স্রোত পৌঁছায়নি ব্রিটিশ আমলে নির্মিত এই প্লাটফর্মে। অবহেলায় প্রায় বিলীনের পথে ইতিহাসের এই অংশটি।
ব্রিটিশ শাসনামলে পশ্চিমবঙ্গের সাথে যোগাযোগ স্থাপন সহজ করতে ১৮৬১ সালে গড়ে তোলা হয় পূর্ববঙ্গের প্রথম এই রেল স্টেশন। পরে ঢাকা-কলকাতা যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে ১৮৭১ সালে গোয়ালন্দঘাট পর্যন্ত রেললাইন চালু করা হয়।
একসময়ের মুখর জগতি স্টেশনে এখন নেই জনমানবের কোলাহল। কয়েকটি ট্রেন থামে এই স্টেশনে। তবে যাত্রী সংখ্যা নেই বললেই চলে।
বেশ কয়েকবার স্টেশন সংস্কার কাজের উদ্যোগ নেয়া হয়েছে। তবে তা আটকে আছে কাগজে-কলমে। স্টেশন ভবনটির দোতলা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। চোর আর মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে গোটা এলাকা। রক্ষণাবেক্ষণের অভাবে জগতির অনেক স্মৃতিচিহ্ন চুরিও হয়ে গেছে। লুট হয়েছে রেলের যন্ত্রপাতি।
তাই, ঐতিহ্যবাহী এই স্টেশনটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ ও পর্যটকরা।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ের ডিআরএম নুর মোহাম্মদ বলেন, নকশা অনুমোদন করে পাঠানো হয়েছে। বাজেট পেলে স্টেশনটিকে ঐতিহ্যগতভাবে ধরে রাখা যাবে।
এএস/
Leave a reply