বগুড়া ও নাটোরে শীতার্তদের সেনাবাহিনীর সহায়তা

|

বগুড়া ও নাটোরের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুই জেলায় মোট ২০৯৭টি কম্বল বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে নেতৃত্ব দেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (বগুড়া এরিয়া) মেজর জেনারেল মো. খালেদ আল মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি।

কম্বল বিতরণ ছাড়াও ৫০০ অসহায় ও দুস্থ জনসাধারণকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এছাড়া বিনামূল্যে শস্যবীজও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সহায়তা পাওয়া ব্যক্তিরা।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply