সিরিয়ায় হামলার ভিডিও প্রকাশ করলো ইসরায়েল

|

পুরোনো ছবি: এএফপি

আবারও সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (১৮ ডিসেম্বর) হামলার ভিডিও প্রকাশ করে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আহত হয়েছেন দুজন সিরীয় সেনা। সানার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

কর্তৃপক্ষ জানায়, হামলায় আহত হয়েছেন সিরিয়ার ২ জন সেনা। তারা দাবি করে, সিরিয়ার বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে। যদিও এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।

দামেস্কের দক্ষিণে সাইয়িদাহ জয়নাব শহরে বিমান হামলার ছবি।

আইডিএফের দাবি, প্রথমে ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ড্রোন ছোঁড়ে সিরিয়া। একইসাথে লেবাননও হামলা চালায় ঐ অঞ্চলে। ইসরায়েলি পুলিশ জানায়, উত্তরাঞ্চলের শহর কিরিয়াত শমোনাতে আঘাত হানে লেবাননের রকেট। এতে ক্ষতিগ্রস্ত হয় শহরের বেশ কয়েকটি ভবন। তবে পাওয়া যায়নি কোনো হতাহতের খবর।

এর আগে, রোববার (১৭ ডিসেম্বর) লেবানন সীমান্তে হিজবুল্লাহর ঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরায়েল। গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর থেকেই লেবানন সীমান্তে উত্তেজনা চলছে। প্রায় আড়াই মাস ধরে চলা এ সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন লেবাননের ১৭ বেসামরিক নাগরিক এবং হিজবুল্লাহর ৯৪ সদস্য।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply