ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করবে না যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

|

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। ছবি: আল জাজিরা।

যুদ্ধকালীন অর্থ সহায়তা ইস্যুতে ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করবে না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন সহায়তা পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছি। আমি নিশ্চিত আমেরিকা বিশ্বাসঘাতকতা করবে না। যেসব বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছিলাম, সেগুলোও পূরণ করা হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, পাশাপাশি ইইউ’র ৫০ বিলিয়ন ইউরোর সহায়তা নিশ্চিতেও একধাপ এগিয়েছি আমরা। আশা করছি, যুদ্ধের সময়ে পাশে থাকবে তারা।

প্রসঙ্গত, রণক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে আরও পাঁচ লাখ সেনাসদস্য চায় ইউক্রেনের সেনাবাহিনী। মস্কোর বিরুদ্ধে ধুঁকতে থাকা যুদ্ধকে চাঙ্গা করতে এমন দাবি সেনাবাহিনীর। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে জেলেনস্কি প্রশাসন। যদিও মাঠ পর্যায়ের পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলে জানান প্রেসিডেন্ট।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply