ট্রেনে নাশকতাকারীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ: বিপ্লব কুমার

|

তেজগাঁওয়ে ট্রেনে নাশকতা যেই করুক না কেনো, তাকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ। বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) সদর দফতরের নিজ কার্যালয়ে এসব কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, এই ঘটনায় ইতোমধ্যে সিসিটিভি বিশ্লেষণ শুরু করেছে ডিএমপি। যারা অতীতেও নাশকতা করেছে, তারাই এবার নাশকতা করেছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নাশকতাকারী কাউকেই ছাড় দেয়া হবে না। ঢাকাকে নিরাপদ রাখতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়ে মা ও শিশুসহ চারজনের মৃত্যু হয়। এ ঘটনার পর রাতে কমলাপুর রেলওয়ে থানায় রেলওয়ের একটি মামলা দায়ের করা হয়। 

এর আগে, গত ১৩ ডিসেম্বর গাজীপুরে রেললাইনের ২০ ফুট কেটে ফেলায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। ওই দুর্ঘটনায় এক যাত্রী নিহত হয়। আহত হন লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারসহ বেশ কয়েকজন যাত্রী।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply