জেরুজালেম থেকে মার্কিন দূতাবাস স্থানান্তরের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে ফিলিস্তিন। শুক্রবার, এ বিষয়ক বিবৃতি প্রকাশ করে মাহমুদ আব্বাস প্রশাসন।
মামলাটিতে উল্লেখ করা হয়, ফিলিস্তিন বা আন্তর্জাতিক মহলের কোন পরামর্শ বা অনুমতি ছাড়াই তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হয়েছে মার্কিন দূতাবাস।
আন্তর্জাতিক বিচার আদালত জানিয়েছে, ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী মামলাটি হয়েছে। এতে নীতিমালা লঙ্ঘন এবং পবিত্র শহর হিসেবে জেরুজালেমের বিশেষ সম্মান ক্ষুন্ন করার বিষয়টি স্পষ্ট। অর্থাৎ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করে চলতি বছর মে মাসে দূতাবাস স্থানান্তর করেছে।
আন্তর্জাতিক বিচার আদালত শাস্তি ঘোষণার এখতিয়ার রাখলেও, তা মানার ব্যাপারে কোন দেশকে চাপ প্রয়োগ করতে পারে না। সেক্ষেত্রে, মামলাটিতে ফিলিস্তিন জয় পেলেও, এর কার্যকর নিয়ে প্রশ্ন রয়েছে।
Leave a reply