রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার পরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ হটলাইন থেকে ট্রেনে আগুনের এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানানো হয়, ট্রেনের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ওপরে একটা ন্যাকড়া জাতীয় বস্তু ছিল। হঠাৎ ওই ন্যাকড়ায় আগুন দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে বড় আকার ধারণের আগেই আগুন নিয়ন্ত্রণে আনে রেলওয়ে পুলিশ। পরবর্তীতে পুনরায় গন্তব্যে ছেড়ে যায় ট্রেনটি।
এর আগে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়ে মা ও শিশুসহ চারজনের মৃত্যু হয়।
/এমএইচ
Leave a reply