রাজধানীতে লরির ধাক্কায় নির্বাচন কর্মকর্তার মৃত্যু

|

রাজধানীর বিমানবন্দর সড়কে কনটেইনারবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আল-মামুন উত্তরা কার্যালয়ে সহকারী থানা নির্বাচন কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, বুধবার (২০ ডিসেম্বর) রাতে অফিস শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন মামুন। বিমানবন্দর সড়কে তার গাড়িটি পৌঁছালে পেছন থেকে ধাক্কা দেয় একটি মালবাহী লরি। এ সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে এই নির্বাচন কর্মকর্তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মামুনের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়। তবে পরিবার নিয়ে তিনি মোহাম্মদপুরে ভাড়া বাসায় থাকতেন। স্বজনরা এ ঘটনার বিচার দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, লরিটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply