Site icon Jamuna Television

উস্কানি দিলে যেকোনো মুহূর্তে পারমাণবিক হামলা: হুঁশিয়ারি কিম জং উনের

যেকোনো সময় পারমাণবিক হামলা চালাতে প্রস্তুত উত্তর কোরিয়া। শত্রুরা উস্কানি দিলে পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না দেশটি। এমন হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। খবর সংবাদ সংস্থা এপির।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পারমাণবিক হামলা চালাতে সক্ষম এবং আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে এমন সেনা সদস্যদের সাথে কিম দেখা করেন। এ সময়ই এই হুঁশিয়ারি দেন তিনি। সে সময় কিমের সাথে তার মেয়েও ছিল। কিমের বেশকিছু ছবিও প্রকাশ করা হয়েছে।

গত সোমবার এ ক্ষেপণাস্ত্র মহড়া চালায় পিয়ংইয়ং। দেশটির দাবি, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক উপস্থিতির প্রতিবাদেই তাদের এ কর্মসূচি।

এসজেড/

Exit mobile version