দ্বাদশ সংসদ নির্বাচন: রাজধানীজুড়ে উৎসবমুখর পরিবেশ, জোর কদমে চলছে প্রচার-প্রচারণা

|

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীজুড়ে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা নগরজুড়ে গণসংযোগ চালাচ্ছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টা নাগাদ ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর কবির নানক নির্বাচনী প্রচার শুরু করেন। আদাবর থেকে দোয়া মোনাজাত করে রাজপথে নামেন তিনি। এই প্রার্থী বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, তাদের সাথে কোনো সমঝোতা নয়। ভোটের মাঠে ৫ বছর পর ফিরেও অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলেনও জানান তিনি। মোহাম্মদপুর-আদাবরের ভোটাররা তাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন নানক। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, রাজধানীর শাহজাদপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকা-১১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ওয়াকিল উদ্দিন। গণসংযোগে সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ধরে রাখতে নৌকায় ভোট চান তিনি।

ওয়াকিল উদ্দিন বলেন, অসমাপ্ত কাজ ও দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। তাই আবারও আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানান তিনি। প্রার্থীদের কাছে পেয়ে নিজেদের নানা সংকট-সমস্যা তুলে ধরছেন বাসিন্দারা। প্রচার-প্রচারণা ঘিরে ইউনিটের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply