অসহযোগ আন্দোলনে বিএনপির নেতা-কর্মীরাই সহযোগিতা করবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এই আহ্বান বিএনপির জন্যই প্রযোজ্য বলে দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে পিআইডি’র সভাকক্ষে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের আলোচনায় এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, ট্রেন-বাসে আগুন দিয়ে নির্বাচন প্রতিহত করা যাবে না। ব্যাপক ভোটার উপস্থিতি হবে।
তিনি আরও বলেন, সরকার ইসিকে সর্বাত্মক সহায়তা করছে। মাঠ প্রশাসন তাদের হাতে। ভোট সুষ্ঠু করার দায়িত্ব ইসির।
এসময় তথ্যমন্ত্রী বিএনপির আন্দোলনের সমালোচনা করে বলেন, বিএনপি আগুন সন্ত্রাস করছে। মধ্যযুগীয় বর্বরতা চালাচ্ছে তারা। চলন্ত ট্রেনে আগুন দিয়েছে। রাজনীতির নামে এরকম কর্মকাণ্ড অচিন্তনীয়। সরকার এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে চায়। বিনপি মিথ্যাচার করছে। নরকের কীটের চেয়েও জঘন্য মিথ্যাচার করছে রিজভী আহমেদ।
তথ্যমন্ত্রী বলেন, কপ সম্মেলনে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড গঠনের ফলে বাংলাদেশের মতো জলবায়ু ভিকটিম দেশগুলো উপকৃত হবে। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার স্বীকৃতিও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে।
এটিএম/
Leave a reply