Site icon Jamuna Television

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ৯ জন আটক

বিভিন্ন ধরনের নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার সন্ধ্যার পর বিমানবন্দর স্টেশন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব-১ এর একটি দল।

এ নিয়ে রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোশতাক আহমেদ জানান, আটক ৯ জন দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করে আসছে। তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় এদের কেউ কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে র‍্যাব।

তবে, তারা কোনো রাজনৈতিক দলের সদস্য কিনা তা নিশ্চিত করতে পারেননি সংস্থাটি। এর আগে, দুপুরে র‍্যাব-৩ জানায় মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতার ঘটনায় ৪ থেকে ৫ জনের নাম পরিচয় পাওয়া গেছে ।

/এনকে

Exit mobile version