ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার পর থেকেই আলোচনায় হামাসের বিভিন্ন সমরাস্ত্র। এর মধ্যে অন্যতম স্নাইপার রাইফেল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির এই স্নাইপার রাইফেলের সামনে মাঝেমধ্যে নাস্তানাবুদ হতে দেখা যায় ইসরায়েলি সেনাদের।
সম্প্রতি এই রাইফেল তৈরির একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। গোপন টানেলে নিজস্ব প্রযুক্তিতে তৈরী করা হয় এই রাইফেল। আড়াই কিলোমিটার দূর থেকেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এসব রাইফেল। খবর আল ময়দানের।
অনেকটাই অস্ট্রিয়ান স্টেয়ার এইচ এস ফিফটি ক্যালিবার রাইফেলের ডিজাইনের আদলে তৈরী এই স্নাইপারটি। বিভিন্নভাবে সংগ্রহ করা লোহার টুকরো থেকে তৈরি করা হয় এর ব্যারেল। টেলিস্কোপ সাইটও নির্মিত হামাসের নিজস্ব প্রযুক্তিতে।
এই রাইফেলে ব্যবহৃত হয় ৫০ ক্যালিবারের বুলেট। গোপন টানেলেই তৈরি হয় এসব গুলি। ভারী বুলেট টার্গেটের ওপর ফেলে ধ্বংসাত্মক প্রভাব। ছিন্নভিন্ন হয়ে যায় টার্গেট।
‘ঘউল’ নামের এই স্নাইপার রাইফেলটি খুব সহজেই বহযোগ্য। হামাসের সিনিয়র নেতা আদনান আল ঘউলের নামে নামকরণ করা হয়েছে এটির। ২০০৪ সালে ইসরায়েলি হামলায় নিহত হন ঘউল।
/এএম
Leave a reply