বছর শেষের র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে আর্জেন্টিনা

|

শীর্ষ দল হিসেবে নতুন বছর শুরু করবে আর্জেন্টিনা। ছবি: রয়টার্স

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) চলতি বছরের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বকাপের আরেক ফাইনালিস্ট ফ্রান্স।

এ বছরের এপ্রিলে ব্রাজিলকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা। এরপর থেকে ছয় হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থান ধরে রেখেছে লিওনেল মেসির দল। সবশেষ ঘোষিত ফিফা র‍্যাঙ্কিংয়ে ‘শীর্ষ পাঁচ’এ আসেনি কোনো পরিবর্তন। যথারীতি তিন নম্বরে আছে ইংল্যান্ড, চার নম্বরে স্পেন। ব্রাজিল আছে পাঁচ নম্বরে।

১৯২ নম্বরে থেকে বছর শুরু করলেও ৯ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৮৩ নম্বরে থেকে বছর শেষ করছে লাল-সবুজের প্রতিনিধিরা। অর্থাৎ এক বছরের মধ্যে ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply