‘ঐক্যমতে নির্বাচনকালীন সরকার গঠন হলে অগণতান্ত্রিক প্রক্রিয়ার সুযোগ নেই’

|

রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার গঠন করলে অগণতান্ত্রিক সরকারের ক্ষমতায় আসার সুযোগ নেই বলে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট।

সভা-সমাবেশের ওপর ‘সংবিধানবিরোধী নিষেধাজ্ঞার’ প্রতিবাদে শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ কর্মসূচি পালন করে এই জোট। এ সময় জোটটির নেতারা এ দাবি করেন।

অবিলম্বে ৭ জানুয়ারির নির্বাচন বন্ধের দাবিও জানানো হয়। এই নির্বাচনকে প্রহসন ও একতরফা বলেও উল্লেখ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা আরও বলেন, দেশে অঘোষিত জরুরি আইন জারি করেছে সরকার। সরকার ও নির্বাচন কমিশন কোনো নিষেধাজ্ঞায় সভা-সমাবেশের সাংবিধানিক অধিকার হরণ করতে পারে না। বাম গণতান্ত্রিক জোটও নির্দলীয় নির্বাচনকালীন সরকার গঠনে নিজেদের অবস্থান তুলে ধরেন এই বিক্ষোভ থেকে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply