শুকনো নদীতে চাষাবাদ করছে কুড়িগ্রামের মানুষ, মিলছে সাফল্য

|

কুড়িগ্রাম প্রতিনিধি:

জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবের সাথে মানিয়ে নিতে শুকনো নদীতে চাষাবাদ করছে কুড়িগ্রামের ফুলবাড়িয়ার মানুষ। চরের জমিকে কাজে লাগিয়ে লাভবান হচ্ছে চাষী। মাছ শিকারের বদলে ফলাচ্ছেন ফসল-সবজি। অভিযোজন পদ্ধতি ব্যবহারে আসছে এ সাফল্য।

উজান থেকে নেমে আসা স্রোত থাকে বারোমাস। তাই নদীর নাম বারোমাসিয়া। কুড়িগ্রামে একসময় এই নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করতো নদী তীরের মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী যাচ্ছে শুকিয়ে। পরিস্থিতি এতোটাই বদলেছে যে, এখন নদীর বুকেই ফসল ফলাচ্ছে চাষী। চরের উর্বর মাটিতে পুরোদমে চলেছে শীতকালীন সবজির আবাদ। আর্থিকভাবে লাভবান হচ্ছেন চরাঞ্চলের মানুষ।

অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত সরিষা, ধান, পাট, পেঁয়াজ, মরিচসহ নানা রকম ফসল-মসলা লাগিয়েছিল চরের কৃষক। এখন ব্যস্ত সেই ফসল ঘরে তোলায়। আবহাওয়া অনুকূল আর বাজার দর ভালো থাকায় লাভের মুখ দেখছে চরবাসী।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, অভিযোজন পদ্ধতিতে চাষাবাদের ফলে বেড়ে যাচ্ছে শীতকালীন ফসলের আবাদ। এছাড়া এমন আমনের জাত ব্যবহার করা হচ্ছে যে দ্রুত ফসল ঘরে তোলা যাচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply