আচরণবিধি ভঙ্গের দায়ে পাবনা-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে শোকজ

|

পাবনা প্রতিনিধি:
আচরণবিধি ভঙ্গের দায়ে জবাব চেয়ে পাবনা-৫ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক প্রিন্সকে নোটিশ দেয়া হয়েছে। নির্বাচনি অনুসন্ধান কমিটি পাবনা সদরের দায়িত্বপ্রাপ্ত এবং যুগ্ম জেলা জজ মো. নাজমুল হোসেন শুক্রবার (২২ ডিসেম্বর) এই নোটিশ দেন।

সূত্র জানায়, প্রচারণার অংশ হিসেবে নির্বাচনি প্রতিক নৌকা বানিয়ে পাবনা শহরের বিভিন্ন স্থানে স্থাপন করে সেগুলোতে বিদ্যুৎ ব্যবহার করে আলোকসজ্জা করা হয়েছে। এছাড়াও শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের উভয় পাশে বিদ্যুতের খুঁটিতে নৌকা প্রতিকের ফেস্টুন লাগানো হয়েছে। যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

এ কারণে প্রার্থী গোলাম ফারুক প্রিন্সকে স্বশরীরে অথবা তার প্রতিনিধির মাধ্যমে আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় নির্বাচনি অনুসন্ধান কমিটি, পাবনা সদরের দায়িত্বপ্রাপ্ত এবং যুগ্ম জেলা জজ মো. নাজমুল হোসেনের খাস কামরায় উপস্থিত হয়ে লিখিতভাবে এর কারণ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply