চট্টগ্রাম ব্যুরো:
ছুটির দিনে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল থেকে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের আনাগোনা শুরু হয়।
বন্দরের সুগন্ধা, লাবনী-কলাতলীসহ সৈকতের প্রতিটি পয়েন্টে ঢল নেমেছে মানুষের। সাগরের নোনা জলে হৈ-হুল্লোর আর মাতামাতিতে মেতে ওঠেন তারা।
বছরের শেষ সময়ে শহরের যান্ত্রিকতা কাটাতেই মূলত কক্সবাজার সমুদ্র সৈকতে পাড়ি জমিয়েছেন লাখো পর্যটক। কেও গেছেন বন্ধুদের সাথে দলবেঁধে। আবার কেওবা পরিবার-পরিজন ও কাছের মানুষদের নিয়ে কাটাচ্ছেন দারুণ সময়। সাগরপাড়ের পাশাপাশি পার্বত্যাঞ্চলেও আছে দর্শনার্থীদের ভিড়। ছুটির দিনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে বন্দর এলাকার হোটেল-মোটেল ব্যবসাও।
এদিকে, বিএনপি-জামায়াতের চলমান হরতাল অবরোধে কক্সবাজারে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে পর্যটন খাত। তবে বিজয় দিবসের ছুটিতে আবারও প্রাণ ফিরে পেয়েছে কক্সবাজার সমুদ্রসৈকত। পর্যটন শিল্প পুরনো রূপ ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন স্থানীয় হোটেল-মোটেল ব্যবসায়ীরাও।
সাগরে নামা পর্যটকদের নিরাপত্তায় সক্রিয় অবস্থানে আঁছেন লাইফ গার্ড কর্মীরা। পাশাপাশি রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের টিম।
এএস/এটিএম/
Leave a reply