হঠাৎ আগুন, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস

|

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকাগামী একটি চলন্ত বাসে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। মুহূর্তেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ হারায় চালক। সড়কের পাশে খাঁদে পড়ে যায় বাসটি। তবে তাৎক্ষণিকভাবে যাত্রীরা নেমে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী পৌর এলাকার ড্রিমল্যান্ড পার্কের সামনে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নীলফামারীর ডোমার থেকে আসা দোয়েল ক্লাসিকের বাসটি ঢাকা যাচ্ছিলো। পথে বাসটি ড্রিমল্যান্ড পার্কের সামনে পৌঁছালে হঠাৎ সামনের ইঞ্জিনে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি। এ সময় বাসে থাকা যাত্রীরা তাৎক্ষণিক নেমে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের ভিতর ও বাহির ছাড়াও সামনের বেশকিছু অংশ পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো: সাজ্জাদ হোসেন জানান, বাসের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের ফলে বাসে থাকা ৪৩ জন যাত্রী, চালক ও হেল্পার বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।

ঘটনার সময় মহাসড়কে কিছু যান আটকা পড়ে। তবে বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply