গাজায় মানবিক সহায়তা প্রবেশের প্রস্তাব পাশ

|

দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছিলো আলোচনা। অবশেষে গাজা উপত্যকায় মানবিক সহায়তা সরবরাহ ইস্যুতে প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।

শুক্রবার (২২ডিসেম্বর) এ ইস্যুতে ভোটাভুটির পর প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবে গাজায় নিরাপদে ও বাধাহীনভাবে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে বিদ্যমান পক্ষগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিরাপত্তা পরিষদের ওই ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে সমর্থন দেয় ১৫ দেশ। বাকি দুই দেশের মধ্যে ভোটদানে বিরত ছিল পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

ভোট না দিলেও এই প্রস্তাবকে সংঘাত বন্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে, ৩ দফায় এই প্রস্তাব ইস্যুতে পেছানো হয় ভোটাভুটি।

অন্যদিকে, প্রস্তাবের ভাষা ও শর্ত নিয়ে আপত্তি জানিয়েছে রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। অবিলম্বে যুদ্ধবিরতির কথা প্রস্তাবে বলা হলেও, পরবর্তীতে যুক্তরাষ্ট্রের চাপে ভাষায় কাঁটছাট করা হয়।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply