রাজধানীতে সবজির সরবরাহ বাড়লেও দামে নেই স্বস্তি। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরণের সবজিরই দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। অস্থিরতা কমেনি মাছের বাজারে। কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা। দেশি পুরোনো জাতের পেঁয়াজের যোগান বেশ কমেছে। মুড়িকাটা বিক্রি হচ্ছে দেড়শ টাকার আশাপাশে।
সাপ্তাহিক ছুটির দিনে নানা ধরনের সবজির পশরা সাজিয়েছেন দোকানিরা। ভোর থেকেই বাড়তি প্রস্তুতি। তবে ক্রেতার উপস্থিতি কিছুটা কম।
রাজধানীতে বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে আগের চেয়ে বাড়তি দামে। কেজিতে ১৫ টাকা বেড়েছে নতুন আলু, শিম, মুলাসহ ফুল ও পাতা কপির। তবে সেঞ্চুরির তালিকায় আছে টমেটো ও গাজর। বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।
অস্থিরতা কমেনি মাছের বাজারে। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ মাছের দাম বেড়েছে অন্তত ২০ থেকে ৩০ টাকা। আকার ভেদে রুই-কাতল মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ তেকৈ ৪০০ টাকা। তেলাপিয়া ও পাঙ্গাশ বিক্রি হচ্ছে ২০০ টাকার আশপাশে। পাবদা ৫০০ আর চিংড়ির কেজি মিলছে ৬০০-৮০০ টাকায় আর শোল বিক্রি হচ্ছে ৮০০ থেকে হাজার টাকায়।
এটিএম/
Leave a reply