জনগণ একতরফা নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে: রিজভী

|

নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে তা বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, এই আয়োজন নিয়ে বাহাদুরির কিছু নেই। জনগণ এই ডামি ও একতরফা নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর রামপুরা ও শাহজাহানপুর এলাকায় লিফলেট বিতরণকালে তিনি এ আহ্বান জানান। এ সময় বিএনপি নেতাকর্মী ও ভোটারদের প্রতি অসহযোগ আন্দোলন সফল করারও তাগিদ দেন তিনি।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এদিন সকাল আটটায় প্রথমে রামপুরা কাঁচাবাজার এবং পরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শাহজাহানপুর কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

গণসংযোগকালে রিজভী বলেন, এই অবৈধ সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একতরফা নির্বাচনের আয়োজন করেছে। জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে অনেক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। আওয়ামী লীগ রাষ্ট্রীয় পেশিশক্তি ব্যবহার করে ডামি নির্বাচন করছে বলেও দাবি করেন তিনি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply