Site icon Jamuna Television

কাটলো শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় বাড়লো তাপমাত্রা

উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে তাপমাত্রা। জেলার তেঁতুলিয়ায় আজ শনিবার (২৩ ডিসেম্বর) ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাতে এই এলাকায় কদিন ধরে বইয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কেটেছে।

গতকাল শুক্র ও বৃহস্পতিবারও এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়। গতকাল পর্যন্ত মোট টানা ৭ দিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধরা পড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এরমধ্যে তাপমাত্রা নিয়ে আজ সুখবর পেলেন বাসিন্দারা।

পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। সেই সঙ্গে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ কমেনি। হিমালয় থেকে আসা কনকনে ঠাণ্ডা হাওয়ায় জবুথবু জনজীবন। সব জেলায় জেঁকে বসেছে শীত। ভোর থেকে পথঘাট ঢাকা পড়ছে কুয়াশায়। সময়ে সূর্যের দেখা মিললেও উত্তাপ মিলছে না।

এদিকে, শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটছে তাদের। বাড়ছে ঠাণ্ডাজনিত রোগব্যাধিও। আক্রান্তদের বেশিরভাগই শিশু আর বয়স্ক।

/এমএন

Exit mobile version