কুষ্টিয়া প্রতিনিধি:
সারাদেশে যারা নৌকা নিয়ে নির্বাচন করছে তারা সকলেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের নৌকার প্রার্থী মাহবুবুল আলম হানিফ।
শনিবার (২৩ ডিস্বেম্বর) সকাল ১০টার দিকে শহরের পিটিআই রোডে নিজ বাস ভবনের সামনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় হানিফ বলেন, যারা নির্বাচন বন্ধ করার জন্য বানচাল করার জন্য বহু চেষ্টা করেছিল, তারা ব্যর্থ ও হতাশাগ্রস্ত হয়ে নানান ধরনের প্রলাপ বকছে। জনগণ এখন নির্বাচনের উৎসবে আছে।
তিনি বলেন, আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে আছি, শেখ হাসিনার মনোনীত প্রার্থী যারা নৌকা নিয়ে নির্বাচন করছি, আমরা সকলেই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
এটিএম/
Leave a reply