রাজশাহী ব্যুরো:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভারতীয় সীমান্ত থেকে দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, উপজেলার চর কানাপাড়া এলাকার শুকুদ্দীর ছেলে কাওসার আলী (১৮) ও একই এলাকার আতিকুল ইসলামের পুত্র মোশাররফ হোসেন (১৯)।
গোদাগাড়ীর থানার ওসি আব্দুল মতিন বলেন, গত ১৯ ডিসেম্বর চোরাইপথে তারা কয়েকজন মিলে ভারতের চেন্নাইয়ে কৃষি কাজ করতে যাওয়ার চেষ্টা করেছিলো। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের ধাওয়া দিলে সকলে পালিয়ে যায়। এরপর থেকে এ দুইজনের খোঁজ মিলছিলো না। শনিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন বা জখম আছে কি না তা এখনও জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
/আরএইচ/এনকে
Leave a reply