ক্যালিফোর্নিয়ায় পাস হলো অস্ত্র নিয়ন্ত্রণ আইন

|

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পাস হলো অস্ত্র নিয়ন্ত্রণ আইন। শনিবার রাজ্য গর্ভনর জেরি ব্রাউন এই প্রস্তাবিত বিলে স্বাক্ষর করেন।

এরমাঝে আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ থেকে ২১ বছরে উন্নীত করা হয়েছে। বিক্রেতাদেরও থাকতে হবে বৈধ লাইসেন্স। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রবহনের ক্ষেত্রেও রয়েছে বিধিমালা। নিরাপত্তার খাতিরে ক্লাসরুমে শিক্ষকরা অস্ত্রবহন করতে পারবেন না, তবে শিক্ষা প্রতিষ্ঠানে বৃদ্ধি করা হবে নিরাপত্তা।

এছাড়া, নতুন আইনে গৃহনির্যাতনের জন্য অভিযুক্ত বা মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিদের নিজস্ব অস্ত্র বাজেয়াপ্তের এখতিয়ার দেয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে।

চলতি বছর মার্চে ফ্লোরিডার ‘স্টোনম্যান ডগলাস হাই স্কুলে’ এলোপাতাড়ি গুলি ছুঁড়ে ১৪ শিক্ষার্থীসহ ১৭ জনকে হত্যা করেন এক হামলাকারী। এরপরই জোরালো হয় অস্ত্র আইন কার্যকরের দাবি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply