ফ্রান্সের এরোস্পেস কোম্পানি এয়ারবাস আটলান্টিকের প্রায় ৭০০ কর্মী অসুস্থ হয়ে পড়েছে। জানা গেছে, কর্মীদের জন্য বড়দিনের নৈশভোজের আয়োজন করে এই কোম্পানি। তবে সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েন কর্মীরা। এ বিষয়ে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। খবর বিবিসির।
শুক্রবার (২২ ডিসেম্বর) ফ্রান্সের দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। জানা গেছে, বড়দিনের নৈশভোজ শেষে হঠাৎই একে একে অসুস্থ হতে থাকেন কর্মীরা। একে একে ৭০০ জন কর্মী বমি ও ডায়ারিয়ায় আক্রান্ত হন। খাবারের মেন্যুতে কী ছিলো সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এনিয়ে এখনও মুখ খোলেনি এয়ারবাস আটলান্টিক কর্তৃপক্ষ। এরই মধ্যে খাবারে বিষক্রিয়ার উৎস খুঁজতে তদন্ত শুরু হয়েছে।
এর আগেও চলতি বছরই ফ্রান্সের এক রেঁস্তোরায় খাবার গ্রহণের পর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন মানুষ। সে সময় মৃত্যু হয় এক গ্রীক নাগরিকের।
এসজেড/
Leave a reply