ইমরান খানের দলের ‘ব্যাট’ প্রতীক বাতিল করলো নির্বাচন কমিশন

|

ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দলীয় প্রতীক বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। শুক্রবার (২২ ডিসেম্বর) এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ইমরান খানের দলের প্রতীক ছিল ক্রিকেট ‘ব্যাট। খবর জিও নিউজের।

পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ইসিপি বেঞ্চ পিটিআইয়ের প্রতীক কেড়ে নেয়ার সঙ্গে দলটির অভ্যন্তরীণ নির্বাচনকেও বেআইনি ঘোষণা করেছে।

জানা গেছে, পিটিআইয়ের সাবেক সদস্য আকবর এস বাবরের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়।

কমিশনের আদেশে বলা হয়, পিটিআই তাদের নির্দেশনা মেনে চলেনি এবং নির্বাচনী আইন-২০১৭ ও নির্বাচনী বিধিমালা-২০১৭ অনুযায়ী অভ্যন্তরীণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply