Site icon Jamuna Television

লোহিত সাগরে জাহাজে হুতিদের আক্রমণের পেছনে আছে ইরান: দাবি যুক্তরাষ্ট্রের

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের আক্রমণের পেছনে ইরানের হাত আছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, ইয়েমেনি এই বিদ্রোহী গোষ্ঠীকে সব ধরনের সহায়তা দিচ্ছে ইরান। তাদের সহযোগিতাতেই লোহিত সাগরে এই হামলা করতে পেরেছে হুতি। খবর আল জাজিরার।

শুক্রবার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত গোয়েন্দা নথি উপস্থাপন করা হয় হোয়াইট হাউজে। বলা হচ্ছে, ইরানের ‘কেএএস জিরো-ফোর’ ড্রোনের সাথে হুতিদের ব্যবহৃত মানুষবিহীন যানের বৈশিষ্টের ব্যাপক মিল পাওয়া গেছে। হুতি ও ইরানি ক্ষেপণাস্ত্রের বেশ সাদৃশ্যও রয়েছে বলে দাবি করছে হোয়াইট হাউজ। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে আক্রমণের এ সংকটকে আন্তর্জাতিক চ্যালেঞ্জ হিসেবেও অভিহিত করেছে ওয়াশিংটন।

সম্প্রতি হামাসের সমর্থনে লোহিত সাগর দিয়ে যাওয়া একাধিক জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এ কারণে এই পথে জাহাজ চলাচল বন্ধ করে দিচ্ছে বিশ্বের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। আর এ সংকটের পেছনে এবার সরাসরি ইরানকেই দায়ী করলো যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্রের এ মন্তব্যের বিরুদ্ধে এখনও মুখ খোলেনি তেহরান।

এসজেড/

Exit mobile version