Site icon Jamuna Television

মানব পাচার সন্দেহে ফ্রান্সে আটক যাত্রীবাহী বিমান, আরোহীদের সবাই ভারতীয়

মানব পাচার সন্দেহে যাত্রীবাহী একটি বিমান আটকে রেখেছে ফ্রান্স। শুক্রবার (২২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে ফরাসি প্রশাসন। গত বৃহস্পতিবার থেকেই উত্তর-পূর্বাঞ্চলের বিমানবন্দরে আটকা উড়োযানটি। বিরতির জন্য ফ্রান্সে অবতরণের পর এটিতে আর ঊড্ডয়ন করতে দেয়া হয়নি। খবর ফ্রান্স ২৪ এর।

এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, উড়োজাহাজটিতে থাকা ৩০৩ যাত্রীর সবাই ভারতীয় নাগরিক। সংযুক্ত আরব আমিরাত থেকে নিকারাগুয়ার উদ্দেশে যাত্রা করে এয়ারবাস এ৩৪০ বিমানটি। পথিমধ্যে বিরতির জন্য অবতরণ করে ফ্রান্সের বিমানবন্দরে। তবে সতর্কবার্তা পেয়ে বিমানটির পুনরায় যাত্রা রুখে দেয় ফরাসি প্রশাসন। তবে এই সতর্কবার্তা কোথা থেকে মিলেছে সে সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

ফরাসি প্রশাসন জানায়, বর্তমানে পুলিশ উড়োজাহাজটি ঘিরে রেখেছে। ভেতরেই অবস্থান করছেন যাত্রীরা। দু’জনকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ। বিমানটি আসলেই মানব পাচারের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আটক উড়োজাহাজটি রোমানিয়ার লিজেন্ড এয়ারলাইনসের মালিকানাধীন বলে জানা গেছে।

এসজেড/

Exit mobile version