৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় শুরু হয়েছে ফেরি চলাচল

|

রাজবাড়ী প্রতিনিধি:

ঘন কুয়াশার কারণে প্রায় ৭ ঘন্টা বন্ধ ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। তবে কুয়াশা কমে যাওয়ায় শুরু হয়েছে এই রুটের ফেরি চলাচল।

রোববার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দি‌কে পুনরায় এই রুটে পুনরায় ফে‌রি চলাচল করতে দেখা গেছে।

এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আছে ছোট বড় বেশ কিছু যানবাহন।

বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়ান জানান, কুয়াশার ঘনত্ব কে‌টে যাওয়ায় বেলা ১০টা ৪০ মি‌নিটে ফে‌রি চলাচল শুরু হয়। এর আগে রাত ৩টা ২০ মি‌নি‌টি থে‌কে ঘন কুয়াশার কারণে এরুটে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply