শতাধিক হামাস যোদ্ধাকে গ্রেফতারের দাবি ইসরায়েলের

|

২১ ডিসেম্বরে গাজা উপত্যকায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনা। ছবি: এএফপি

গত এক সপ্তাহে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের ২শ’ যোদ্ধাকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা। শনিবার (২৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী আইডিএফ। খবর বিবিসি, ফ্রান্স টোয়েন্টি ফোরের।

আইডিএফের দাবি, সাধারণ মানুষের সাথে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে লুকিয়ে ছিলো হামাসের সদস্য। অভিযান চলাকালে নিজে থেকেই আত্মসমর্পণ করে এসব সশস্ত্র যোদ্ধারা। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।

যদিও যোদ্ধাদের আত্মসমর্পণের বিষয়ে কোনো তথ্য জানায়নি হামাস। অবরুদ্ধ অঞ্চলটিতে স্থল অভিযান শুরুর পর থেকে ৭শ’র বেশি হামাস যোদ্ধা গ্রেফতারের দাবি তেল আবিবের।

গাজায় অভিযান চলাকালে বেসামরিকদের জোরপূর্বক গ্রেফতারের অভিযোগ রয়েছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। সম্প্রতি হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মীসহ বেসামরিকদের ওপর ব্যাপক ধরপাকড় চালায় ইসরায়েল।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply