অবৈধ অভিবাসী ঠেকাতে শক্ত পদক্ষেপ মেক্সিকোর

|

টেক্সাসের ঈগল পাসের একটি প্রসেসিং কেন্দ্রে অপেক্ষা করছে অভিবাসীরা। ছবি: রয়টার্স

অবৈধ অভিবাসী ঠেকাতে এবার শক্ত পদক্ষেপ নিতে যাচ্ছে মেক্সিকো। সঙ্কট মোকাবিলায় অভিবাসন নিয়ন্ত্রণ আরও জোরদার করা হবে।শুক্রবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ। খবর এপির।

প্রেসিডেন্ট জানান, চলতি বছর রেকর্ড সংখ্যক অভিবাসী সীমানা অতিক্রমের চেষ্টা করেছে। এসব অভিবাসীর বেশিরভাগই যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টায় আছে। তাই এই সঙ্কট সামলাতে ওয়াশিংটনের সাহায্য চায় মেক্সিকো।

এর আগে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এ ইস্যুতে বৈঠক করেন প্রেসিডেন্ট লোপেজ। জানা গেছে, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে একমত হয়েছে দুপক্ষ।

উল্লেখ্য, গত নভেম্বর অবৈধভাবে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত অতিক্রমের জন্য ১ লাখ ৯১ হাজার ১১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। চলতি বছর সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় আড়াই মিলিয়নে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply