Site icon Jamuna Television

যতদিন বেঁচে থাকবো অবশ্যই খেলাধুলার সাথে থাকবো: মাশরাফী

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:

নড়াইল-২ আসনের এমপি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, যতদিন তিনি বেঁচে থাকবেন খেলাধুলার সাথেই থাকবেন। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাশরাফী বলেন, আমার পরিচয় খেলাধুলা দিয়ে। খেলাধুলা রক্তের সাথে মিশে রয়েছে। আমি মনে করি না খেলাধুলার সাথে সংসদ সদস্য মেলানোর কোনো সুযোগ আছে। অবশ্যই আমি যতদিন বেঁচে থাকবো খেলাধুলার সাথেই থাকবো।

আওয়ামী লীগের এই প্রার্থী আরও বলেন, বিগত পাঁচ বছর এলাকার জন্য কাজ করেছি। অনেক করোনা মহামারি ও অনেক প্রতিকুলতা গিয়েছে। অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। সব কিছুর ভিতর দিয়ে পাঁচ বছর কেটেছে। সবকিছু ঠিক থাকলে আগামীতে আরও ভালো কিছু হবে।

এর আগে, মাশরাফী তার কর্মী-সমর্থকদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তিনি।

/এনকে

Exit mobile version