গাজায় অব্যাহত শরণার্থী শিবিরে হামলা, প্রাণহানি ৭০

|

গাজায় ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলো টার্গেট করে ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আল মাঘাজি ক্যাম্পে ইহুদি বাহিনীর তাণ্ডবে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭০ জনের।

স্বেচ্ছাসেবী সংগঠন রিড ক্রিসেন্ট জানায়, আবাসিক এলাকায় একের পর এক মিসাইল বর্ষণে গুড়িয়ে দেয়া হয়েছে বেশ কয়েকটি ভবন। হতাহতদের উদ্ধারে যোগ দেয় রেড ক্রিসেন্ট কর্মীরা। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত বের করা হয় ৮ জনকে। এখনও চাপা পড়ে আছে অনেকে।

আল বুরেইজ শরণার্থী শিবিরেও হয়েছে বড় ধরনের হামলা। গত কয়েকদিন ধরেই গাজার মধ্যাঞ্চলে নিরাপদ হিসেবে বিবেচিত এলাকাগুলোয় হামলা জোরদার করেছে ইসরায়েল। সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে দক্ষিণে। যদিও কোনো অঞ্চলই ইহুদি বাহিনীর হামলা থেকে মুক্ত নয়।

রোববার খান ইউনিসেও হয়েছে বিমান হামলা। হতাহতের খবর পাওয়া গেলেও নিশ্চিত নয় সংখ্যা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply